বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জে ট্রাক চালক হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ

প্রকাশিতঃ ০১ ফেব্রুয়ারি, ২০১৬  

সিরাজগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ট্রাক চালক মজনু ওরফে বাবু হত্যার প্রতিবাদে পরিবহন শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরের স্বাধীনতা স্কয়ার চত্বর এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে রেলগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে।সমাবেশে বক্তারা বলেন, বালু মহাল নিয়ে দ্বন্দ্বের জের ধরে নিরপরাধ ট্রাক চালক বাবুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ সময় অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। অন্যত্থায় হরতাল-অবরোধের মত কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আসলাম হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক সোহরাব আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার প্রমুখ। কর্মসূচিতে বিপুল সংখ্যক ট্রাক ও বাস শ্রমিকরা অংশ নেয়।
এর আগে দুপুরের দিকে বাবুর মৃত্যুর খবর শুনে তার প্রতিবাদে ট্রাক শ্রমিকরা সিরাজগঞ্জ-ঢাকা সড়কে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে তাদের বিচারের আশ্বাস দিলে প্রায় আধঘণ্টা পর ব্যারিকেড তুলে নেওয়া হয়।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় শ্রম বিষয়ক সম্পাদক সোহরাব আলী জানান, ট্রাক চালক বাবু খুন হওয়ার খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা নিউ ঢাকা রোডে ব্যারিকেড দিয়ে অবরোধ করে। পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদের আশ্বাসে ব্যারিকেড তুলে নেওয়া হয়।