বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রী ছুরিকাহত
প্রকাশিতঃ ০১ ফেব্রুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়’ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক কলেজছাত্রীকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা।
সোমবার সকালে সিংরইল গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান নাচোল থানার ওসি ফাসির উদ্দীন।
আহত মাসুমা খাতুন (১৭) ওই এলাকার হারুনুর রশিদের মেয়ে এবং নাচোল ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। তাকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মাসুমার বরাত দিয়ে ওসি সোনারবাংলা ৭১.কমকে বলেন, সকাল পৌনে ৭টার দিকে নাচোল কলেজে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তরা মাসুমাকে ছুরিকাঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে।
ওই সময় মাসুমা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
“মাসুমার মুখের বামপাশ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।”
মাসুমার পরিবারের বরাত দিয়ে ওসি জানান, কিছুদিন আগে মাসুমাকে বিয়ের প্রস্তাব দেয় স্থানীয় এক যুবক। এতে রাজি না হওয়ায় তাকে মোবাইল ফোনে হুমকিও দেওয়া হয়।
এর জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পরিবারের লোকজন, বলেন ওসি।