চৌদ্দগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রকাশিতঃ ০১ ফেব্রুয়ারি, ২০১৬
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কুসুম আক্তার (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি শ্বশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার চকলক্ষ্মীপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে কুসুমের মরদেহ উদ্ধার করা হয়। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
নিহত কুসুম আক্তার উপজেলার চকলক্ষ্মীপুর গ্রামের আবু ইউসুফের স্ত্রী। তার বাবার বাড়ি কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের ধনপুর গ্রামে।
নিহত কুসুমের মামাত ভাই তাজুল ইসলাম জানান, নয় মাস আগে আবু ইউসুফের সঙ্গে কুসুমের বিয়ে হয়। সোমবার ভোরে কুসুমের মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।