পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
প্রকাশিতঃ ৩১ জানুয়ারি, ২০১৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুব্রত কুমার গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেছেন। সুব্রত কুমার রাজশাহীর বাগমারা উপজেলার দেওপাড়া এলাকার দ্বিজেন্দ্র নাথের ছেলে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশা জানান, সুব্রত কুমারের প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিল। ইতিমধ্যে তার চারটি পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা খারাপ হওয়ায় সুব্রতের পরিবারের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এসময় পরিবারের উপর অভিমানে সুব্রত আত্মহত্যা করে।
তিনি আরো জানান, সন্ধ্যায় নগরীর সাগরপাড়াস্থ মেসের নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেছেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে তার স্বজনরা এসে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।