বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে ছাত্র হত্যা : খুনিদের ধরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিতঃ ৩০ জানুয়ারি, ২০১৬  

সিলেট : সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্র কাজী হাবিবুর রহমান হাবিবের হত্যাকারীদের গ্রেফতার, বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং সিসি ক্যামেরার ফুটেজ প্রশাসনের কাছে হস্তান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
অবস্থান কর্মসূচি থেকে জানানো হয়, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি খুনিদের গ্রেফতার এবং স্থায়ী বহিষ্কার করা না হয় তাহলে রোববার থেকে ছাত্ররা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি শুরু করবেন।

অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন রাহেল আহমদ, সুমন সুত্রধর, জলক রায়, সিহাব, আলমগীর, আরিফ, হিমেল, শুভ, জুবেদ মিয়া, জেবু মিয়া, আফজাল হোসেন, জামি, ডালিম, নাহিয়ান প্রমুখ।

অবস্থান কর্মসূচির খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।

থানার ওসি সোহেল আহমদ বলেন, সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী কাজী হাবিবের হত্যাকারীদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক তারেক উদ্দিন তাজ বলেন, ‘শিক্ষার্থীদের আল্টিমেটামের বিষয়টি মাথায় আছে। ইউনিভার্সিটি প্রশাসন করণীয় নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা নেবে।’

ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত ১৯ জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএর ছাত্র কাজী হাবিবুর রহমান হাবিব খুন হন। এ ঘটনায় ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

ইউনিভার্সিটি প্রশাসন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২২ জানুয়ারি সিসিটিভি ফুটেজ দেখে ১০ ছাত্রকে সনাক্ত করে সাময়িক বরখাস্ত করে ও ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করে।