মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সাবেক সংসদ সদস্য মজিবর রহমান মারা গেছেন

প্রকাশিতঃ ৩০ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের টানা সাতবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান মারা গেছেন।
শনিবার ভোর ৪টার দিকে ঢাকার উত্তরায় নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তার ছোট ভাই আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী সোনারবাংলা ৭১. কমকে জানান, প্রবীণ এই নেতার মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হচ্ছে।
আদিতমারী জিএস উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে জানাজা হবে। দাফনের স্থান এখনও ঠিক হয়নি।
মজিবর রহমানের মেজো ছেলে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, ছোট ছেলে ব্যারিস্টার ফাহমিদ সরওয়ার ও বড় ছেলে মোস্তাক জামান বাবলু ব্যবসায়ী। এছাড়া তার এক স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।