বিদ্রোহী হলে বহিষ্কার ইউপি নির্বাচনে
প্রকাশিতঃ ৩০ জানুয়ারি, ২০১৬
নোয়াখালী: সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলেই তাকে দল থেকে বহিষ্কার করা হবে। পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে আওয়ামী লীগ বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে, এবারও তা হবে।’
শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী আছিরিয়া ফাজিল মাদরাসার শত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি জাতীয় পার্টির মধ্যে অস্থিরতার বিষয়ে মন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টির মধ্যে মাঝে মাঝে অস্থিরতা ঘটে। এটা তাদের দলীয় অভ্যন্তরীণ বিষয়। এটাকে আমি জাতীয় পার্টির আভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা বলে মনে করি। এটা ১৪ দলীয় জোটের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না।’
বিএনপিকে ইঙ্গিত তিনি বলেন, ‘২০০৮ সাল থেকে এখন পর্যন্ত তারা ফলপ্রসূ কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। বিএনপি আন্দোলনেও যাচ্ছে, আবার স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করছে। বিগত সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, এজন্য নির্বাচন বসে থাকেনি। বিএনপি যদি ক্ষমতার পরিবর্তন চাই তাহলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’