রাজশাহীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিতঃ ২৯ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃরাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খড়খড়ি বাইপাস এলাকায় শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
পেট্রোল পাম্পের পাশে সংঘটিত এ দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম আব্দুল আজিজ (৫০)।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খড়খড়ি পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হচ্ছিলেন আব্দুল আজিজ। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস আব্দুল আজিজের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলা হবে বলে সোনারবাংলা ৭১. কমকে জানান ওসি।