ভারতীয় সেনা পোশাক অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ মেম্বাব ও তার ছেলে আটক
প্রকাশিতঃ ২৯ জানুয়ারি, ২০১৬
জেলা প্রতিনিধি চট্টগ্রাম ও খাগড়াছড়ির থেকে জানান, জেলা সদরের বিজিতলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি এবং ভারতীয় সেনাবাহিনীর পোশাকসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে।শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি সেনা জোনের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন, খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের মেম্বর কালি বন্ধু ত্রিপুরা (৪৫) এবং তার ছেলে যতন ত্রিপুরা।
এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, ৩ রাউন্ড গুলি, ভারতীয় সেনাবাহিনীর পোশাক, ভারতীয় মুদ্রা ও একটি বাইনোকুলার উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর নাছির উল হাসান সোনারবাংলা৭১ডটকমের প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ির বিজিতলা সেনা ক্যাম্পের একটি দল বিজিতলা এলাকায় সদর ইউনিয়নের মেম্বর কালি বন্ধু ত্রিপুরার বাসায় অভিযান চালায়।
এসময় অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ কালি বন্ধু ত্রিপুরা ও তার ছেলে যতন ত্রিপুরাকে আটক করা হয়।
আটক দু’জনকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।