কসবায় ১০ কেজি গাঁজাসহ আটক ১
প্রকাশিতঃ ২৬ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার শাহপুর দক্ষিণ পাড়া থেকে ১০ কেজি গাঁজাসহ মো. নান্নু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের সদস্যরা তাকে আটক করেন।
আটক নান্নু মিয়ার বাড়ি ওই গ্রামের মৃত হাতেম আলীরর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, দীর্ঘদিন ধরে শাহপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা নান্নু মিয়া এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা পাওয়ায় তাকে আটক করা হয়।
আটক নান্নু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় মামলা করা হয়েছে বলে সোনারবাংলা ৭১. কমকে জানান তিনি।