মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চান্দিনায় আন্তঃজেলা ডাকাতদলের ২ সদস্য আটক

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১টায় উপজেলার এতবারপুর ইউনিয়নের বানিয়াচং-কাটাখোলা রাস্তা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি রামদা ও একটি ছোড়া উদ্ধার করা হয়।
আটকরা হলেন, দাউদকান্দি উপজেলার পিপইয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সিংগারচিল গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে ইব্রাহীম (২৮)। চান্দিনা উপজেলার বাড়েরা গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী সোনারবাংলা ৭১. কমকে জানান, রাত সোয়া ১টার দিকে বানিয়াচং গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ১০/১২ জনকে ধাওয়া করে টহল পুলিশ। পরে ওই দুইজনকে আটক করা হয়।