মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অফিসে আগুন

প্রকাশিতঃ ২৩ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিসিবি কোম্পানির নির্মাণাধীন ৩৩৫ মেগাওয়াট কম্পাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিস পুড়ে গেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেনের আইসোল্যাক্সের দোতালা অফিসে শুক্রবার রাতে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোনের উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন।

অফিসের লোকজন আগুনের খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেয়নি।

উপ-সহকারী পরিচালক সোনারবাংলা ৭১. কমকে জানান, লোহার অবকাঠামোয় তৈরি দোতালা অফিস ভবনে আগুন লাগলে প্রায় পাঁচ হাজার বর্গফুটের দোতালা অফিসটি পুড়ে যায়।

নারায়ণগঞ্জ ও ঢাকার ছয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সব কাগজপত্র পুড়ে গেছে।

বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের লোকজন।

অপরদিকে আগুন লাগার পর নারায়ণগঞ্জ-আদমজি ইপিজেড-ডেমরা সড়ক প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকতে দেখা যায়।

তবে প্রকল্প পরিচালক নাজমুল আলম সোনারবাংলা ৭১. কমকে জানান, চলতি বছরের এপ্রিলে কেন্দ্রটি পূর্ণদমে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

কাগজপত্র পুড়ে গেলেও সবকিছু সার্ভারে রয়েছে বলে তিনি জানান।

এই প্ল্যান্টে স্প্যানিশ আইসোল্যাক্সের ৩৮ জন বিদেশি প্রকৌশলী কাজ করতেন। স্পেনের ৩২, আর্জেন্টিনার ৪ ও ভারতের ২ জন। গত বছর অক্টোবর মাসে ঢাকায় ইতালির নাগরিক ও রংপুরে জাপানি নাগরিক হত্যাকাণ্ডের পর ৫ অক্টোবর স্পেন ও আর্জেন্টিনার নাগরিকরা নিরাপত্তার কথা বলে চলে যান। পরে গত ডিসেম্বরে তাদের কেউ কেউ ফিরে এসেছেন।

সিদ্ধিরগঞ্জে চারটি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। ২১০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র, ১৭০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট, ১০০ মেগাওয়াট কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র ও ১০০ মেগাওয়াট ডাচ-বাংলা বিদ্যুৎ প্রকল্প।