মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিদেশি পিস্তলসহ যুবক আটক

প্রকাশিতঃ ২৩ জানুয়ারি, ২০১৬  

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিদেশি পিস্তলসহ আব্দুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসূলপুর শেখতলা গ্রামের নাজিমুদ্দিন শেখের ছেলে।

রাজশাহী জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রহুল আমিন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নাহার নামে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে আব্দুর রহমানের কোমর থেকে ১টি ইউএসএ তৈরি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে ডিবি পুলিশ।

আব্দুর রহমানের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার (২৪ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে, জানান গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরাদ খাঁন।