সরাইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রকাশিতঃ ২২ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলকিছ বেগম (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিলকিছের ভাসুর আমির আলীকে (৪৫) আটক করেছে পুলিশ।
নিহত বিলকিছ বেগম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামের সোলেয়মান মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন সোনারবাংলা ৭১. কমকে জানান, বৃহস্পতিবার রাতে বিলকিছ আত্মহত্যা করার চেষ্টা করেন। তবে কি কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন সেটি এখনো জানা যায়নি। পরে বিলকিছের শ্বশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিলকিছকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিলকিছের ভাসুর আমির আলীকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত শেষে এটি আত্মহত্যা নাকি হত্যা তা জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।