‘ভুল স্বীকার করে জনকল্যাণে কাজ করতে হবে’
প্রকাশিতঃ ২২ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ক্ষমতায় যেতে হলে অতীতের ভুল স্বীকার করে জনগণের কল্যাণে কাজ করতে হবে। ২০১৯ সালের জাতীয় নির্বাচনের আগে জনগণ যেন বুঝতে পারে আপনারা নিজেদের সংশোধন করে নিয়েছেন।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে সিরাজগেঞ্জর কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড়-হরিনাথপুর সড়ক প্রশস্থকরণ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপির কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নেত্রী ক্ষমতায় যাবার জন্য এখনও বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছেন। জনগণের জানমালের ক্ষতি করে তিনি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছেন। যা কখনোই বাস্তবে রূপ নেবে না। তবেই তারা আপনাদের ভোট দিয়ে বিজয়ী করতে পারে। এর আগে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।
নাসিম আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বিশ্ব এখন উন্নয়নের রোল মডের হিসেবে বাংলাদেশকে অনুসরণ করে। উন্নয়ন এবং জনগণের ভালোবাসা দিয়েই আগামী যে কোনো নির্বাচনে বিজয়ী হবার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সমাবেশে সাবেক এমপি তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, লুৎফর রহমান মুকুল, ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান স্বাধীন প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা গ্রামে জামে মসজিদ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম খান, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না ও সেলিনা বেগম স্বপ্না, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম উপস্থিত ছিলেন।