মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আ. লীগে যোগ দিলেন খালেদা জিয়ার ভাতিজা

প্রকাশিতঃ ২২ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাতিজা এ কে এম মহিউদ্দিন সামুসহ ফেনী বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে খালেদা জিয়ার পৈত্রিক বাড়ির সামনে ইস্কান্দারিয়া আলিম মাদ্রাসা মাঠে এক সমাবেশে তারা আওয়ামী লীগে যোগ দেন।

মহিউদ্দিন সামু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চাচাত ভাই প্রয়াত আজহারুল হক মজুমদারের ছেলে। ফুলগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এই চেয়ারম্যানের দাবি, এক সময় উপজেলা বিএনপির সদস্য এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।

তবে ফুলগাজী উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার বলছেন, মহিউদ্দিন সামু কখনোই বিএনপির কোনো পর্যায়ের নেতা-কর্মী ছিলেন না। খালেদার বাড়ির সবাই আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে মঞ্চ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে তাও ঠিক নয়।

জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর হাতে ফুল দিয়ে সাজানো ছোট একটি নৌকা তুলে দেন তিনি। এ সময় তাকে ‘মুজিব কোট’ পরিয়ে আওয়ামী লীগে বরণ করা হয়।

অনুষ্ঠানে মহিউদ্দিন সামু ছাড়া আওয়ামী লীগে যোগ দেন ফুলগাজী ইউপির সদস্য শাহ আলম, মোমিন মেম্বরসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী।

মহিউদ্দিন সামু সমাবেশে বলেন, “খালেদা জিয়া আমার ফুফু হলেও তিনি কখনও আমাদের খোঁজ-খবর নিতেন না। তিনি কখনও বাড়িও আসতেন না। এখানে কোনো বাড়িঘরও তার নেই।”

সমাবেশে খালেদা জিয়ার পাশাপাশি সাঈদ এস্কান্দারেরও সমালোচনা করেন তিনি।

মহিউদ্দিন সামু বলেন, “তিনি (খালেদা জিয়া) বা আমার চাচা (সাঈদ এস্কান্দার) আমাদের সঙ্গে ভালো ব্যবহারও করেন নাই। শুধু আমি না, আমাদের বাড়ির সকলে একসাথে আওয়ামী লীগে যোগদান করেছি।”

জনসভায় শ্রীপুর গ্রামসহ ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন।