বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আসামির পলায়ন শাহজাদপুরে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিতঃ ২২ জানুয়ারি, ২০১৬  

:নিজস্ব প্রতিবেদকঃ আসামি পালানোর ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর থানার তিন পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ সোনারবাংলা ৭১. কমকে এ তথ্য জানান।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সোনারবাংলা ৭১. কমকে জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে বৃহস্পতিবার কনস্টেবল এনামুল, গণেশ ও রবিউলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে এক আসামিকে গ্রেফতার করে ব্যাটারি চালিত অটোরিকশায় করে থানায় ফেরার পথে ঘুমিয়ে পড়েন কনস্টেবল এনামুল, গণেশ ও রবিউল। এই সুযোগে আসামি পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার তাদের তিনজনকে প্রত্যাহার করা হয়।