মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শ্রেণিকক্ষে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার

প্রকাশিতঃ ২১ জানুয়ারি, ২০১৬  

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুল-শ্রেণিকক্ষে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত সোহান প্রধানকে (১৯) কারাগারে পাঠানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মু. সরাফত উল্লাহ।

জালকুড়ি হাইস্কুল এন্ড কলেজের মঙ্গলবার সকালের এ ঘটনায় রাতে কলেজের অধ্যক্ষ সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

গ্রেপ্তারকৃত সোহান জালকুড়ি মধ্যপাড়া এলাকার নূর উদ্দিন প্রধানের ছেলে এবং ওই স্কুলের নামে দ্বাদশ শ্রেণীর ছাত্র।

ওসি সরাফত সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার সকালে সহপাঠীদের সঙ্গে স্কুলের চতুর্থ তলায় লুকোচুরি খেলছিল ৮ম শ্রেণীর ওই ছাত্রী। এক পর্যায়ে সে পাঁচ তলার এক শ্রোণির কক্ষে লুকায়।

‘এ সময় একই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির ছাত্র সোহান তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকারে সহপাঠী ও শিক্ষকরা এসে তাকে উদ্ধার করে।’

এ সময় তারা সোহানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।