মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নগ্ন ছবি দেখিয়ে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ২

প্রকাশিতঃ ২১ জানুয়ারি, ২০১৬  

মাদারীপুরের কালকিনি উপজেলায় নগ্ন ছবি ইন্টারনেটে প্রকাশের হুমকি দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইমন মীর (২২) ও আবুল বাশার ফকিরকে (২৭) ঢাকার কেরানিগঞ্জ থেকে রোববার গভীর রাতে গ্রেপ্তার করা হয়।

কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস আলী সোনারবাংলা ৭১. কমকে বলেন, ইমন ও বাশারসহ কয়েকজন মিলে সাহেবরামপুর গ্রামের এক ব্যক্তির কাছে তার বোনের নগ্ন ছবি ইন্টারনেটে প্রকাশের হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

“পরে যে বিকাশ নম্বরে চাঁদা পাঠাতে বলা হয় তার সূত্র ধরে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।”

আটক ইমন সাহেবরামপুর এলাকার ক্রোকিরচর গ্রামের আজহার মীরের ছেলে এবং বাশার একই গ্রামের মোয়াজ্জেম ফকিরের ছেলে