মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেড়শ মণ জাটকা জব্দ, ৪ জনের কারাদণ্ড

প্রকাশিতঃ ২১ জানুয়ারি, ২০১৬  

ফরিদপুরে দেড়শ মণ জাটকা আটকের ঘটনায় চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই সোনারবাংলা ৭১. কমকে জানান, মঙ্গলবার দুপুরে জাটকা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আদালতে হাজির করা হয়।

“অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবসায়ী মাসুদ রানা, আমির হোসেন, আলাল ঘরামি ও জামাল মাতব্বরকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।”

এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় মোফাজ্জেল হোসেন নামে এক ব্যবসায়ীকে বেকসুর খালাস এবং জব্দ করা মাছ জেলার বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে ম্যাজিস্ট্রেট জানান।

এর আগে সোমবার রাত ৩টার দিকে উপজেলা শহরের আড়ৎ থেকে পাঁচ ব্যবসায়ীকে দেড়শ মণ জাটকা আটক করা হয় বলে ফরিদপুর র‌্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর কায়সার জানান।