কুমিল্লায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
প্রকাশিতঃ ২০ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা নগরীর নুরপুর এলাকায় রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা সদৃশ্য একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এটি উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রব সোনারবাংলা ৭১. কমকে জানান, একসঙ্গে তিনটি ব্যাটারি স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলো। স্থানীয়রা বস্তুটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক যায়নি।