পরকিয়ার জেরে যুবলীগ নেতা খুন
প্রকাশিতঃ ১৯ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ার নৈকাঠি গ্রামে পরকিয়ার জেরে মহসিন জমাদ্দার নামে এক যুবলীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মাকসুদা বেগম নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে মাকসুদার ঘর থেকে মহসিনের লাশ উদ্ধার করা হয়।
নিহত মহসিন নৈকাঠি গ্রামের মৃত মোতালেব জমাদ্দারের পুত্র ও সাতুরিয়া ১নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, মহসিনের সাথে ওই এলাকার মাকসুদা বেগমের দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক চলে আসছিল। সোমবার সন্ধ্যায় মহসিন মাকসুদার বাড়িতে যায়। এরপর সে আর ফিরে আসেনি। সকালে মাকসুদার ঘর থেকে মহসিনের লাশ উদ্ধার করা হয়।
নিহতের গলায় ও হাঁটুতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, মহসিনকে মাকসুদা বেগম, তার মেয়ে ও মেয়ে জামাই পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করেছে।
রাজাপুর থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারবাংলা ৭১.কমকে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
–