মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জের ৫ খুন : নাজমা ৫ দিনের রিমান্ডে

প্রকাশিতঃ ১৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৫ খুনের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার নাজমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে নাজমাকে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান রিমান্ড মঞ্জুরের বিষয়টি সোনারবাংলা ৭১.কমকে নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল সোমবার মধ্যরাতে শরীয়তপুরের দামুরদা এলাকা থেকে নাজমাকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত গত শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকার একটি বাসা থেকে একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন তাসলিমা বেগম (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও তাসলিমার জা লামিয়া (২৫)।