মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নরসিংদীতে ট্রাক-বাস সংঘর্ষে দুজন নিহত

প্রকাশিতঃ ১৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ নরসিংদীর শিবপুর উপজেলায় ইটবোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের গাছিরদিয়ায় এ ঘটনা ঘটে বলে জানান শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোল্লা আজিজুর রহমান।

পরিদর্শক সোনারবাংলা ৭১.কমকে জানান, ভৈরব থেকে রওনা হওয়া ঢাকামুখী একটি বাস গাছিরদিয়ায় আসার পর বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এ সময় পান্না বেগম (২৮) ও আনুমানিক ৫০ বছর বয়সী এক পুরুষ বাসযাত্রীর ঘনাস্থলেই মৃত্যু হয়।

তাদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এছাড়া এ সময় পাঁচজন আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পরিদর্শক সোনারবাংলা ৭১.কমকে জানান।