মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মাহফুজুর রহমান এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত জাহাঙ্গীর আলম উপজেলার রসুলপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন সোনারবাংলা ৭১.কমকে জানান, বেশ কিছুদিন ধরে জাহাঙ্গীর আলম নিজের এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে দুপুরে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে জাহাঙ্গীরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।