মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহবধূর

প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে আরজু বেগম নামে আনুমানিক ৩০ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

আরজু বেগম উপজেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার শাজাহান মিয়ার স্ত্রী।

জানা গেছে, ভোররাতে বিছানার পাশে থাকা বৈদ্যুতিক বোর্ডের সঙ্গে স্পর্শ লেগে ঘটনাস্থলেই আরজু বেগম মারা যান।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী সোনারবাংলা ৭১.কমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।