কসবায় সীমান্ত হাটের দিন পরিবর্তন
প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ মালিকানায় চালু হওয়া সীমান্ত হাটের দিন পরিবর্তন করা হয়েছে।উপজেলার তাঁরাপুর-কমলাসাগর সীমান্তে গত বছরের ১১ জুন যাত্রা শুরু করে এ সীমান্ত হাট।
প্রতি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে হাটে পণ্য বেচা-কেনা। তবে এখন থেকে বৃহস্পতিবারের বদলে প্রতি রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাটের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আর এ হাটবার কার্যকর হবে আগামী ২৪ জানুয়ারি থেকে।
শনিবার সকালে কসবা সীমান্ত হাট সম্মেলন কক্ষে সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া বৈঠকে দুই দেশের যৌথ উদ্যোগে আগামী ২১ ফেব্রুয়ারি সীমান্ত হাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনেরও সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে দুই দেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম সোনারবাংলা ৭১.কমকে ,সীমান্ত হাটের তৎপরতা আরো বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবারের পরিবর্তে ভারতের সাপ্তাহিক ছুটির দিন রোববার হাটবার নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী ২১ ফেব্রুয়ারি সীমান্ত হাটে দুই দেশের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হবে বলেও জানান তিনি।