মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে পত্রিকা অফিসে অস্ত্র উদ্ধার, আটক ২

প্রকাশিতঃ ১৭ জানুয়ারি, ২০১৬  

ময়মনসিংহে স্থানীয় একটি পত্রিকার কার্যালয় থেকে অস্ত্র উদ্ধার ও দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী জানান, রোববার ভোরে শহরের মাসকান্দায় বিসিক শিল্প এলাকার ‘দৈনিক জাহান’ পত্রিকা কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম ও কর্মচারী রাসেল।

ওসি ইমারত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির সরঞ্জামসহ দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

দুপরে সংবাদ সম্মেলনে অভিযানের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।