মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ২

প্রকাশিতঃ ১৭ জানুয়ারি, ২০১৬  

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকার নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হেলাল উদ্দিন (২৪) ও কবির হোসেন (৫০)। তাদের বাড়ি বেগমগঞ্জ উপজেলায়।

দুর্ঘটনায় হতাহতরা সবাই অটোরিকশা যাত্রী। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় এসআই মো. জাহের বলেন, বেগমগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশাটিকে বাংলাবাজার এলাকায় পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এতে অন্তত পাঁচজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ‍নিয়ে যায়। এদের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে দুইজনের মৃত্যু হয় বলে জানান তিনি।