নরসিংদীতে স্কুলছাত্রকে গলাকেটে হত্যা
প্রকাশিতঃ ১৭ জানুয়ারি, ২০১৬
নরসিংদীর রায়পুরে এক স্কুলছাত্রকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে উপজেলার উওর বাখরনগর গ্রামের একটি কৃষি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান রায়পুরা ওসি আজহারুল ইসলাম।
নিহত তাপস কুমার বিশ্বাস (১৬) ওই গ্রামের জহর লাল বিশ্বাসের ছেলে। বাখর নগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।
পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় তাপসের মোবাইলে একটি ফোন আসে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি।
“শনিবার দুপুরে গ্রামের একটি কৃষি জমিতে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।