শ্রীপুরে জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিতঃ ১৪ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃ জেলার শ্রীপুরে উপজেলা জামায়াতের সহ-সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। মো. নুরুল ইসলাম গজারিয়া এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সোনার বাংলা৭১.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শ্রীপুরের ধলাদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নুরুল ইসলামী ছাত্র শিবিরের গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি। তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার অভিযোগে থানায় মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।