মহেশপুরে ৪ জুয়াড়ির কারাদণ্ড
প্রকাশিতঃ ১৪ জানুয়ারি, ২০১৬
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের পরানপুর গ্রামে চার জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশাফুর রহমান এ আদেশ দেন।
দণ্ডের আদেশপ্রাপ্তরা হলেন- পরানপুর গ্রামের মিজানুর রহমান (৪৫), মৃত মজনু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৫), রেজাউল বিশ্বাসের ছেলে আকিদুল ইসলাম (৩৫) ও তবিবুর বিশ্বাসের ছেলে গদু মিয়া (৪২)।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশাফুর রহমান
সূত্রে জানা যায়, বুধবার রাতে পরানপুর গ্রামে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করে মহেশপুর থানা পুলিশ।
সকালে তাদের ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। এসময় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৮৮৬ সালের জুয়া আইনের সাত ধারা অনুযায়ী তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।