নরসিংদীতে পিস্তলসহ তিন ডাকাত আটক
প্রকাশিতঃ ১৪ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃনরসিংদী: নরসিংদীতে অস্ত্র ও প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে, যারা ডাকাত সদস্য বলে পুলিশ জানিয়েছেন। আটকের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সোহেল মিয়া, সাইফুল ইসলাম ও নাদিম মিয়া (২৫)। তাদের বাড়ি জয়দেবপুর এলাকায়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, টঙ্গী-পাঁচদোনা সড়কে ডাকাতির উদ্দেশ্যে শীতলক্ষ্যা সেতু পাড় হয়ে যাওয়া গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ প্রাইভেটকারে থাকা তিন যুবককে চ্যালেঞ্জ করলে তারা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয় এবং প্রাইভেটকারের ভেতর থেকে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত সোনার বাংলা৭১.কমকে জানান।