জাপানে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প
প্রকাশিতঃ ১৪ জানুয়ারি, ২০১৬
জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপের উপকূলে ছয় দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।
বৃহস্পতিবার সাগরের তলদেশে হওয়া এই ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির জাতীয় টেলিভিশন এনএইচকে জানায়, ভূমিকম্পের কারণে সমুদ্র পৃষ্ঠে অল্প কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকলেও সুনামিজনিত কোনো ক্ষয়ক্ষতি হবে না বলে ধারণা করা হচ্ছে।
ভূমিকম্পে কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
২০১১ সালের ১১ মার্চে জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে নয় মাত্রার একটি ভূমিকম্পে ব্যাপক সুনামির সৃষ্টি হয়। ওই ভূমিকম্পটি জাপানের রেকর্ডকৃত ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প ছিল।
ওই ভূমিকম্প ও সুনামি চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে নাজুক নিউক্লিয়ার দুর্ঘটনার কারণ হয়েছিল।