মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিতঃ ১৪ জানুয়ারি, ২০১৬  

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কেজি ১০০ গ্রাম হেরোইনসহ গোলাম মোস্তফা (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি টাকা।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরবয়ারমারি এলাকা থেকে তাকে আটক করা হয়। মোস্তফা উপজেলার দিয়াঢ়মানিক চক গ্রামের জারজিস আলীর ছেলে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, সন্ধ্যায় চরবয়ারমারি এলাকার পদ্মা নদীতে একটি নৌকায় তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী মোস্তফার কাছ থেকে এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ ঘটনায় মোস্তফার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে আদালাতে পাঠানো হবে।