মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বগুড়ায় অপহরণকারী চক্রের চার সদস্য গ্রেফতার

প্রকাশিতঃ ১৩ জানুয়ারি, ২০১৬  

বগুড়া: বগুড়া ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

আটকরা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে রাশেদুল হোসেন (২২), নুরু মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম (৩৫), বগুড়া সদর উপজেলার বড় টেংরা গ্রামের লালন মণ্ডলের ছেলে শাহীন মণ্ডল (৩০) ও দিলবহল মোহন এলাকার তৈয়াবুরের ছেলে শহিদুল ইসলাম (৩২)।

মঙ্গলবার (১২ জানুয়ারি) র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা দেড়টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের ৪ নভেম্বর জামালপুরের সরিষাবাড়ীর মালিপাড়া এলাকার মৃত বশির শেখের ছেলে আমির ব্যাপারিকে (৬৫) ১০ লাখ টাকাসহ কতিপয় দুর্বৃত্ত অপহরণ করে। শুধু তাই নয়, অপহরণকারীরা পরবর্তীতে অপহৃত ব্যক্তির পরিবারের কাছে আরো ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

এ ঘটনায় ৬ নভেম্বর আমির ব্যাপারির ছেলে সোহেল মিয়া র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। ঠিক সেই দিন সলঙ্গা-নাটোর রোডে অপহৃত আমিরের মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনায় পরদিন ৭ নভেম্বর সোহেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।