মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ‘ছিনতাইয়ের টাকা ভাগাভাগি’ নিয়ে বিতণ্ডায় এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রকাশিতঃ ১২ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃচট্টগ্রামে ‘ছিনতাইয়ের টাকা ভাগাভাগি’ নিয়ে বিতণ্ডায় এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. মামুন (২৬) নগরীর মাস্টারপুল বৌবাজার এলাকার শাহ আলমের ছেলে।

এ ঘটনায় নয়জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর আহম্মদ জানিয়েছেন।

গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে তিনি সোনার বাংলা৭১.কমকে বলেন, “সোমবার রাতে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে আট-দশজন ছিনতাইকারীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মামুনকে ছুরি মারা হয়। এসময় আরও তিনজন আহত হয়।”

তারা পালানোর সময় স্থানীয় হকাররা আহত মামুন ও রুবেলকে ধরে পুলিশে দেয়।

রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যায় বলে জানান পরিদর্শক নূর আহম্মদ।

পরে পুলিশ নগরীর আইস ফ্যাক্টরি রোড,সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করে বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- সালাউদ্দিন (২৮), মোমিন (২৪), ওয়াদিুর রহমান (২১), আলী আকবর (২০), সাইফ (২৪), জয়নাল (২৬), হানিফ (২২) ও নেজাম (২৪)। শেষ তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মকর্তা নূর বলেন, “গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা কাজীর দেউরী, লাভ লেইন এলাকায় নিয়মিত ছিনতাই করত।

“ছিনতাইায়ের টাকার ভাগাভাগি নিয়েই নিজেদের মধ্যে মারামারি হওয়ার কথা তারা জানিয়েছে,” বলেন তিনি।

এ ঘটনায় নিহত মামুনের মা সাফিয়া বেগম ১২-১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করছেন বলেও জানান পরিদর্শক নূর আহম্মদ।