জেএমবি সদস্য রাজু গ্রেফতার
প্রকাশিতঃ ১১ জানুয়ারি, ২০১৬
নিজস্ব প্রতিবেদকঃনগরীর মাঝিরঘাটে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হত্যার ঘটনায় জড়িত নুরুন্নবী রাজু (৩০) নামের এক জঙ্গিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজু জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকলমি এলাকার বাসিন্দা।
রোববার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থানার সুলতানপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আগে গ্রেফতার হওয়া বুলবুল আহমেদসহ তিন জেএমবি সদস্যের দেওয়া জবানবন্দিতে রাজুর নাম এসেছিল। এরপর থেকেই তাকে গ্রেফতারে তৎপর হয় পুলিশ।
সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) বাবুল আকতার সোনার বাংলা৭১.কম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামি রাজুকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।
২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাতে সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকায় সাহা করপোরেশনের ব্যবস্থাপকের কাছ থেকে ছিনতাইয়ের সময় নিজেদের ছোড়া গ্রেনেডে নিহত হন দুজন।
হামলায় আহত সাহা করপোরেশনের ব্যবস্থাপক সত্য গোপাল ভৌমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।