মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ১১ জানুয়ারি, ২০১৬  

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল এলাকার উত্তমপুর হাই স্কুল সংলগ্ন একটি বাড়ি থেকে নিজাম শেখ ওরফে গরিবুল্লাহ (৪৫) নামে এক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নিজাম দুধল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেম্বর ও একই ইউনিয়নের শর্শী এলাকার আলী আহমেদ শেখের ছেলে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারুন অর রশিদ সোনার বাংলা ৭১.কমকে জানান, রাত থেকে নিখোঁজ ছিলেন নিজাম শেখ। সকালে উত্তমপুর হাই স্কুল সংলগ্ন জসিমদের ফাঁকা বাড়িতে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃতদেহের গায়ে অনেকগুলো ধারালো অস্ত্রের আঘতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে মরদেহ সেখানে ফেলে গেছেন।

তিনি আরও জানান, যে বাড়িতে মরদেহটি পাওয়া গেছে সেই বাড়িতে লোকজন থাকেন না। তারা বরিশালে বাস করতেন। তবে পার্শ্ববর্তী বাড়ির দুই নারী ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন। বিষয়টি সন্দেহের সৃষ্টি করেছে এলাকার মানুষের মাঝে। সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।