বাংলাদেশ কীর্তনখোলা থেকে পা কাটা লাশ উদ্ধার
প্রকাশিতঃ ১০ জানুয়ারি, ২০১৬
বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক ব্যক্তির দুই পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন এলাকার একটি ইট ভাটার পাশ থেকে লাশটি উদ্ধার হয় বলে জানান কাউনিয়া থানার এসআই সিদ্দিকুর রহমান।
আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
এসআই সিদ্দিকুর বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নদীতে ভাসমান লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির দুই হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন। তার গায়ে কোনো পোশাক নেই।
“শরীরের পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।”