নেত্রকোনায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রকাশিতঃ ১০ জানুয়ারি, ২০১৬
নেত্রকোনা: নেত্রকোনায় কাদির মিয়া (৩০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
জেলা পৌর শহরের মোক্তারপাড়া এলাকার কাদির মেডিকেল হলের সত্ত্বাধিকারী ওই যুবক। সদর উপজেলার গুলহা গ্রামের আজিম উদ্দিনের ছেলে তিনি।
শনিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে তার (কাদির) মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে ঘরে কাদিরের ঝুলন্ত দেহ ফাঁসিতে ঝুলতে দেখে দরজা ভেঙে তা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান তার ছোট ভাই মাসুদ। কর্তব্যরত চিকিৎসক কাদিরকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম সোনার বাংলা ৭১ কম বলেন, হাসপাতাল সূত্রে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।
রাত পৌনে দুইটার দিকে ঘটনাস্থল কাদিরের বসবাসের ঘর পরিদর্শন করে আত্মহত্যার বিষয়টিসোনার বাংলা ৭১ কম নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম।
কাদিরের ঘর তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের ঘুমের ট্যাবলেট ও মানসিক চাপ মুক্ত থাকার ওষুধ পাওয়া গেছে।
নিহতের ভাই মাসুদ বলেন, কাদির নিয়মিত ঘুমের ট্যাবলেট সেবন করতেন।