গাজীপুরের ধীরাশ্রমে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে শিশুসহ পাঁচজন নিহত
প্রকাশিতঃ ১০ জানুয়ারি, ২০১৬
রোববার (১০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। গাজীপুরের ধীরাশ্রম রেলক্রসিং এলাকার একটি দোকানে দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লে ঘটনাস্থলে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন।
রোববার (১০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- হাছেন আলী (৫৫), তার ছেলে জোনায়েত (সাত মাস) ও বিশ্ব ইজতেমা ফেরত ক্রেতা মোসলেম উদ্দিন (৫২), নার্গিস আক্তার (৩৫) ও জিমি (২)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির হোসেন জানান,রোববার দুপুর দেড়টার দিকে চকপাউডার ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঝালমুড়ি ও মুদির দোকানে ঢুকে পড়ে। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ঝালমুড়ি বিক্রেতা হাছেন আলী, মোসলেম উদ্দিন, নার্গিস আক্তার ও জিমি নিহত হন।গুরুতর অবস্থায় উদ্ধার করে জোনায়েতকে গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।