মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উজিরপুরে নারী উত্যক্তের দায়ে বখাটের কারাদণ্ড

প্রকাশিতঃ ১০ জানুয়ারি, ২০১৬  

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা এলাকায় এক নারীকে উত্যক্তের দায়ে মশিউর রহমান বাবু (২৮) নামে এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা এ দণ্ড প্রদান করেন। দণ্ডিত বাবু পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহাজিরা গ্রামের মোজাম্মেল হক খানের ছেলে।

উজিরপুর থানার এসআই আশিষ সরকার জানান, প্রায় দু’মাস ধরে উপজেলার কালিহাতা এলাকায় স্বামী পরিত্যক্ত দুই সন্তানের জননী এক নারীকে মোবাইল ফোনে ও বাড়িতে এসে উত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল বাবু।

পরে কু-প্রস্তাবে রাজী না হওয়ায় আপত্তিকর চিরকুট লিখে এলাকায় বিতরণ করে। এলাকায় এ নিয়ে কানাঘুষা তৈরি হলে লজ্জার মুখে পড়ে ওই নারীর পরিবার।
শুক্রবার দুপুরে মশিউর খারাপ উদ্দেশ্য নিয়ে ওই নারীর বাড়িতে আসে। এসময় নারীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে বাবুকে আটক করে পুলিশে খবর দেয়।

পরে তারা (পুলিশ) গিয়ে বাবুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।