মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

প্রকাশিতঃ ০৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জের শাল্লায় জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শাল্লা থানার ওসি বজলার রহমান।

নিহত আব্দুল জলিল (৩৮) ওই এলাকার মনাফ মিয়ার ছেলে।

ওসি বজলারসোনার বাংলা ৭১.কমকে জানান, জমি নিয়ে কামারগাঁও গ্রামের আব্দুল জলিলের সঙ্গে একই গ্রামের তাহের মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটিহয়।

“এক পর্যায়ে তারা অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ালে জলিল ঘটনাস্থলেই নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

জলিলের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।