মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

প্রকাশিতঃ ০৯ জানুয়ারি, ২০১৬  

ময়মনসিংহ: ময়মনসিংহে ছিনতাইয়ের ঘটনায় রাজধানী ঢাকার সাভারের আনন্দপুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (০৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, খোকন মিয়া (৫০), হারুন মল্লিক (৩৫) ও আমিনুল ইসলাম (৫৮)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ১ ভরী ৪ আনা স্বর্ণ, ব্যবহৃত প্রাইভেটকার এবং ২টি চাকু উদ্ধার করা হয়।

দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৫ সালের ৮ নভেম্বর তারা (ছিনতাইকারীরা) নগরীর জয়নুল উদ্যান পার্কের সারিন্দা রেস্টুরেন্টের সামনে নাসরিন সুলতানাকে প্রাইভেটকারযোগে এসে গতিরোধ করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে সঙ্গে থাকা ২ ভরী ২ আনা ওজনের স্বর্ণালংকার এবং একটি মোবাইল ছিনতাই করে পালিয়ে যান।

এ ঘটনায় ওই দিনই কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে তিনজন গ্রেফতার হন।