ভুল সিগনালে’ ট্রেন দুর্ঘটনা, নরসিংদীর স্টেশন মাস্টার বরখাস্ত
প্রকাশিতঃ ০৯ জানুয়ারি, ২০১৬
নরসিংদীতে শুক্রবার রাতে ট্রেন দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে ‘ভুল সিগনালকে’ মূল কারণ হিসেবে চিহ্নিত করে স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নরসিংদীতে ট্রেনের ইঞ্জিন উল্টে নিহত ১
তবে দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ম্যানেজার মো. আরিফুজ্জামান জানিয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী স্টেশনের কাছে সিংড়াগাছয় ‘তিতাস কমিউটার’ ট্রেনের ইঞ্জিন উল্টে এক পথচারী নিহত হন। সে সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন শতাধিক যাত্রী।
শনিবার আরিফুজ্জামান বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে- ভুল সিগনালের কারণে এ দুর্ঘটনা ঘটেছে । এরই প্রেক্ষিতে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাজাহান মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
ঘটনার পর থেকে স্টেশন মাস্টারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সহকারী স্টেশন মাস্টার এটিএম মুসা।
ঢাকা বিভাগীয় রেলওয়ে টেকনিক্যাল অফিসার মো. মাহাবুবুর রহমানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানান রেল কর্মকর্তা আরিফুজ্জামান।
এদিকে শনিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনায় পড়া ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি উদ্ধার করা হয়েছে।