মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিতঃ ০৯ জানুয়ারি, ২০১৬  

বঙ্গবন্ধু সেতু

বঙ্গবন্ধু সেতুর উপর একটি ট্রাকের পেছনে একটি বাসের ধাক্কার পর আরও কয়েকটি গাড়ির সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে।

সেতুর পূর্ব প্রান্তে ২৫ ও ২৯ নম্বর পিলারের মাঝের স্থানে এই দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি মো. আখেরুজ্জামান শনিবার সকালেসোনার বাংলা ৭১.কমকে জানিয়েছেন।

তিনি বলেন, একটি গরুর ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় সরকার পরিবহনের একটি বাস। এসময় পেছন থেকে আরও চারটি গাড়ি এসে সেখানে ধাক্কা লাগায়।

দুর্ঘটনায় চারজন নিহত হওয়া ছাড়াও অন্তত আটজন আহত হয়েছেন বলে ওসি জানান। হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সেতুর উপর এলোপাতাড়ি পড়ে আছে বলে যান চলাচল বন্ধ রয়েছে।