মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে জাল টাকাসহ যুবক আটক

প্রকাশিতঃ ০৯ জানুয়ারি, ২০১৬  

নোয়াখালী সদর উপজেলায় ছয়টি এক হাজার টাকার জাল নোটসহ রাকিব (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাংলাবাজার থেকে তাকে আটক করা হয়।

আটক রাকিব উপজেলার ১নং চরমুটয়া ইউনিয়নের রামানন্দী গ্রামের সহিদের ছেলে।

স্থানীয়রা জানান, রাকিব সকালে বাংলা বাজারে একটি দোকান থেকে এক হাজার টাকার নোট দিয়ে কিছু জিনিসপত্র কেনেন। পরে আরেক দোকানে গিয়ে নাস্তা করে একটি ‍এক হাজার টাকার নোট ভাঙতি করেন। এভাবে বিভিন্ন দোকানে ঢুকে এক হাজার টাকার নোট দিয়ে কেনাকাটার একপর্যায়ে সন্দেহ হলে তাকে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে সুধারাম থানা পুলিশ এসে রাকিবকে আটক করে থানায় নিয়ে যায়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত-ওসি) মীর্জা সোননাারবাংলা ৭১.কমকে

জানান, রাকিবের কাছে পাঁচটি এক হাজার টাকা ও একটি পাঁচশ টাকার জাল নোট পাওয়া গেছে।