চৌদ্দগ্রামে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
প্রকাশিতঃ ০৯ জানুয়ারি, ২০১৬
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন দুর্বৃত্তদের গুলিতে মারা গেছেন।
শুক্রবার রাতে উপজলার পদুয়া ব্রিজ এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন।
নিহত জামাল আলকরা ইনিয়নের কুলারচর গ্রামের প্রয়াত আলি হোসেনের ছেলে।
ওসি ফরহাদ বলেন, আলকরা ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি জামালকে দৃর্বৃত্তরা গুলি করে হত্যার পর পদুয়া ব্রিজের কাছে লাশ ফেলে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানায়।
তিনি বলেন, পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।