মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

গফরাগাঁওয়ে বিকাশ এজেন্টের ১৪ লাখ টাকা ছিনতাই

প্রকাশিতঃ ০৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবে কময়মনসিংহের গফরগাঁওয়ে এক বিকাশ এজেন্টের কাছ থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে উপজেলার মশাখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পাগলা থানার ওসি চান মিয়া।

তিনিসোনার বাংলা ৭১.কমকে

বলেন, বিকাশ এজেন্ট রফিকুল ইসলাম টাকা নিয়ে অটোরিকশায় করে গফরগাঁও থেকে পাগলা যাচ্ছিলেন। পথে মশাখালী এলাকায় দুর্বৃত্তরা অটোরিকশা থামিয়ে টাকা ছিনিয়ে নেয়।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিকশা চালক সুমনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা চান মিয়া।